রাশিয়ার ‘দিলবার’ নামক সুপার-ইয়ট জব্দ করল জার্মানি

দিনরাত সংবাদঃ ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে সুপার-ইয়ট জব্দ করেছে জার্মানি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর কঠোর সিদ্ধান্তের পর এ ঘটনা ঘটল। ওই সিদ্ধান্তে রুশ সরকারের পাশাপাশি দেশটির ক্ষমতার কাছাকাছি থাকা ধনকুবেরদেরও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫১২ ফুট লম্বা ‘দিলবার’ নামের ইয়টকে হামবুর্গ থেকে জব্দ করা হয়। দিলবার ইয়টটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ইয়ট। জার্মানির লারসেন শিপইয়ার্ডে এটি নির্মিত হয়। বিলাসবহুল এ জাহাজের যাত্রী মাত্র ৪০ জন। আর ইয়টের ক্রু তার দ্বিগুণ। জানা গেছে, প্রায় ৫ হাজার ১০০ কোটি টাকা (৬০০ মিলিয়ন ডলার) মূল্যের সুপার-ইয়টের … Continue reading রাশিয়ার ‘দিলবার’ নামক সুপার-ইয়ট জব্দ করল জার্মানি